ঢাকা, বুধবার, ২ শ্রাবণ ১৪৩১, ১৭ জুলাই ২০২৪, ১০ মহররম ১৪৪৬

শিক্ষা

ধামরাই পরীক্ষাকেন্দ্রে অনিয়ম, হল পরিদর্শককে ২ বছরের জেল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মে ১০, ২০২৩
ধামরাই পরীক্ষাকেন্দ্রে অনিয়ম, হল পরিদর্শককে ২ বছরের জেল

সাভার, (ঢাকা): ঢাকার ধামরাইয়ে মাধ্যমিক বিদ্যালয়ের (এসএসসি) পরীক্ষাকেন্দ্রে অনিয়মের অভিযোগে এমদাদুল হক নামে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ মে) দুপুরে কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তবে ওই শিক্ষকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, হলটিতে ৮৬ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলেন। নিয়ম মতো একেকজন একেক সেটে পরীক্ষা দিচ্ছিল। ওই শিক্ষক নৈবক্তিকে ‘ঘ’ সেটের উত্তর সবাইকে বলে দিয়েছিলেন। হলের সবাই সেটিই পূরণ করেছিল। বিষয়টি ধরা পড়ার পর হলের সবার পরীক্ষা স্থগিত করা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, আইন লঙ্ঘন করে ওই শিক্ষক শিক্ষার্থীদের উত্তর দিয়ে দিয়েছিলেন। সেটির প্রমাণ পাওয়া যাওয়ায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও উপজেলার ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাঁচ শিক্ষক ও কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ৮ শিক্ষককে কেন্দ্রের প্রত্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।