ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিলের দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মে ১৮, ২০২৩
ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিলের দাবিতে জাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসানের মাধ্যমে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য সোহাগী সানিয়া।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, বিশ্ববিদ্যালয় কোনো জুয়া খেলার আসর নয়, যে এখানে দৈব চয়নের ভিত্তিতে বাছাই করবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করবে এটা আমরা আশা রাখি। আমরা লক্ষ্য করছি বার বার বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়ে তা রাখছেন না। আমরা শিফট পদ্ধতি বাতিল চাই। শিফট পদ্ধতি বাতিল করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, আজকের মানববন্ধনে আমরা অভিন্ন প্রশ্ন পদ্ধতি ও শিফট পদ্ধতি বাতিলের দাবিতে দাঁড়িয়েছি। প্রশাসন চাইলেই একটি অভিন্ন প্রশ্নে পরীক্ষা নিতে পারে। নিজেদের মুনাফা বাড়ানোর জন্যই তারা এ শিফট বৈষম্য চালু রাখেন। আমরা আগেও তাদের বার বার বলেছি। কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত করেনি। আমরা অবিলম্বে শিফট পদ্ধতি বাতিল করে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার দাবি জানাই।

এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  নূরুল আলমের নেতৃত্বে একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। নাম প্রকাশ না করা শর্তে একাডেমিক কাউন্সিলের এক সদস্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

একাডেমিক কাউন্সিলের সদস্য বাংলানিউজকে বলেন, এবার শিফট কমানোর চেষ্টা করা হবে। ছেলে ও মেয়ে আলাদা শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।

প্রসঙ্গ, শিফট পদ্ধতিতে মেধার অবমূল্যায়ন হয় আখ্যা দিয়ে এটি বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মে ১৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।