ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবির ভর্তি পরীক্ষা পেছাবে?

জাবি করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মে ২২, ২০২৩
জাবির ভর্তি পরীক্ষা পেছাবে?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, (জাবি): আগামী ১৬ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু বিভিন্ন কারণে তা পেছানোর সম্ভাবনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও একাধিক ডিনের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে আগামী বৃহস্পতিবার (২৫ মে) এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, পরীক্ষা বাইরে নেওয়ার বিষয়টি নিয়ে একটু জটিলতা তৈরি হওয়ায় দুয়েকদিন পেছানোর সম্ভাবনা রয়েছে। তবে জুন মাসের ১৮ থেকে ২৫ তারিখের মধ্যেই পরীক্ষা গ্রহণের সব কার্যক্রম সম্পন্ন করা হবে বলে আশা করছি।

এ বিষয়ে অপর এক ডিন বলেন, ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়টি নিয়ে জেনেছি। তবে এটা অফিসিয়ালি এখনও জানানো হয়নি। সামনের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা মিটিংয়ে বিষয়টি জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য মো. আবু হাসান বলেন, এ বিষয়ে এখনই বলা কঠিন। আগামী বৃহস্পতিবার একটি মিটিং আছে। সেখানে এটা নিয়ে জানানো যাবে।

উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে জাবি ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া। ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা না হলেও ১৬ জুন থেকে ২৪ জুনের মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ২২, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।