ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে ‘সি’ ইউনিটে উপস্থিতি ৯৬.০৫ শতাংশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মে ২৭, ২০২৩
বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে ‘সি’ ইউনিটে উপস্থিতি ৯৬.০৫ শতাংশ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক (সম্মান) ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) গাজীপুরের কালিয়াকৈরে ডিজিটাল ইউনিভার্সিটি কেন্দ্রের একাডেমিক, প্রশাসনিক ভবন এবং জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ উপকেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

 

‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষায় মোট ৮১০ জন পরীক্ষার্থী বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিকে কেন্দ্র হিসেবে নির্বাচিত করে। এরমধ্যে ৭৭৮ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। উপস্থিতির হার ৯৬ দশমিক ০৫ শতাংশ।  

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুল আলম জোয়ার্দার ও ট্রেজারার অধ্যাপক ড. আনোয়ার হোসেন পরীক্ষা কেন্দ্র এবং উপকেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদেরসহ কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ভর্তি কমিটির তথ্য মতে, এবারের পরীক্ষায় ‘এ’,‘বি’ এবং ‘সি’ ইউনিটে সারাদেশে অংশ নেবে ৩ লাখ ২ হাজার ২৩১ জন পরীক্ষার্থী। এরমধ্যে ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৩৯ হাজার ৮৬৪ জন এবং ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এমআইএইচ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।