ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘বিশ্ববিদ্যালয়ে সংকুচিত হয়ে আসছে ছাত্র অধিকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মে ২২, ২০১২

চট্টগ্রাম: ‘বিশ্ববিদ্যালয়ে সংকুচিত হয়ে আসছে ছাত্র অধিকার। এতে শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে হতাশা, জীবন বিমূখ চিন্তা, মাদকাসক্ততা এবং আত্মহত্যার প্রবণতা।



মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারণ সাংস্কৃতিক গোষ্ঠী ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করতে নবীণ বরণের আয়োজন করে।

অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি মানে দায়িত্ববোধ, বাস্তবতা এবং অতীতের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে মুক্ত জ্ঞান অর্জনের জায়গা। এখানে সবার সম্মিলিত প্রয়াসে প্রগতিশীলতার পথে এগিয়ে যাবে। ’

‘কিন্তু আজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই শপথের ছাত্র রাজনীতি হচ্ছে না। পড়তে এসে শিক্ষার্থীদের হানাহানি, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হতে হচ্ছে লাশ। যা কোনোভাবেই কাম্য নয়। ’

তারা বলেন, ‘মুক্তবুদ্ধি ও মুক্তজ্ঞান চর্চার অবাধ পরিবেশেই বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। আর মুল উদ্দেশ্য মুক্তমনা যুক্তবাদী বিজ্ঞান মনস্ক সংস্কৃতিবান মানুষ গড়ে তোলা। তাছাড়া শুধু পাঠ্য বই অধ্যয়নই নয়, নানা মতের শিক্ষার্থীদের একসঙ্গে চলার সঙ্গে গড়ে উঠে যুক্তবাদী মন। বিজ্ঞানমনস্কতা সমাজ চেতনা, দেশপ্রেম ও মানুষের প্রতি দায়বোধ। ’  

শাসকগোষ্ঠী পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ধ্বংস করছে বলেও তারা মন্তব্য করেন।

চারণ সাংস্কৃতিক গোষ্ঠীর সংগঠক রাজীব দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশিদ ফিরোজ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মেহেদী হাসান তমাল, চবি পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইদ্রিস মিয়া।

এরপর চারণ সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় গান ও নাটক মঞ্চস্থ হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ২২, ২০১২
এমবিএম/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।