ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

সিভিল এভিয়েশন স্কুলের পুনর্মিলনী ৮ সেপ্টেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, মে ২২, ২০১২
সিভিল এভিয়েশন স্কুলের পুনর্মিলনী ৮ সেপ্টেম্বর

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন সিভিল এভিয়েশন হাই স্কুলের ৩৫ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর।

এরইমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

রেজিস্ট্রেশন সম্পর্কে যে কোনো তথ্যের জন্য ০১৯১১৫২৪৫০৫, ০১৯১১০২৭০২১ অথবা ০১৯৭৭২২০৯৯০ যোগাযোগ করতে বলা হয়েছে।

দু’দিন ব্যাপী ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে থাকবে আনন্দর‌্যালি, মেলা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড শো, স্যুভেনির, আকর্ষণীয় র‌্যাফেল ড্র, স্মৃতিচারণসহ নানা আয়োজন।

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। সিভিল এভিয়েশন হাই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পুনর্মিলনীতে দেশে-বিদেশে সবার প্রত্যক্ষ অংশগ্রহণ করার লক্ষ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে।
 
পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ কামরুল ইসলাম ১৫ জুনের মধ্যে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২২, ২০১২
আইএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।