ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে ঈদুল আজহার ছুটি ১০ দিন

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
জাবিতে ঈদুল আজহার ছুটি ১০ দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

আগমী ২৬ জুন (সোমবার) ছুটি শুরু হয়ে চলবে ৫ জুলাই (বুধবার) পর্যন্ত।

 

রোববার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৬ জুন  থেকে আগামী ৫ জুলাই পর্যন্ত মোট ১০ দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়াও ২৭ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত মোট ৮ দিন সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

তবে ছুটি চলকালীন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানান হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হাসান তালুকদার।

তিনি বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবার আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী বন্ধের সময় হলের ডাইনিং বন্ধ থাকে। তাই ছুটি চলাকালীন হলের ডাইনিং বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুন ১৮,২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।