জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
সোমবার (১৯ জুন) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়।
পরে বিকেল সোয়া ৩টায় পঞ্চম শিফটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। বিকেল ৪টা ৪০ মিনিটে ষষ্ঠ শিফটের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের পরীক্ষা শেষ হবে।
কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, এ বছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে লড়াই করবে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ১৩৬ জন।
তবে দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৮৬টি আসনের বিপরীতে লড়াই করছে ৪১ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনে লড়াই করছেন ১০৮ জন শিক্ষার্থী।
এছাড়াও ‘বি’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে লড়াই করছে ১৮ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সে অনুযায়ী এই ইউনিটে প্রতি আসনে লড়াই করবে ৯১ শিক্ষার্থী।
এ বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘বি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে। উপস্থিতির হার পরীক্ষা শেষে জানাতে পারব। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বাংলানিউজকে বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ভর্তি পরীক্ষায় এখনো জালিয়াতি চক্রের কেউ আটক হয়নি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর রয়েছে।
এবারের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২০ জুন) সকল ৯টায় শুরু হয়ে মোট ৬ শিফটে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের আসন সংখ্যা ৩৮৬টি। আবেদনকারীর সংখ্যা ৬১ হাজার ৮৬৪ জন।
বুধবার (২১ জুন) ও বৃহস্পতিবার (২২ জুন) দুইদিনে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের আসন সংখ্যা ৩১০টি। আবেদনকারীর সংখ্যা ৭৬ হাজার ৬৪ জন।
এর আগে, গতকাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ অধিভুক্ত ‘সি-১’ ইউনিট এবং কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এমএইচএস