জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মোস্তাফিজুর রহমান শাকিল নামে এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৯ জুন) ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা চলাকালীন বিজনেস স্টাডিজ অনুষদের ২৪ নং কক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটক শিক্ষার্থী শাকিলের বাড়ি ময়মনসিংহে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা যায়, মুহীন তাশদীদ মাহি নামে এক ভর্তিচ্ছুর হয়ে প্রক্সি দিতে আসেন শাকিল। এর আগে রোববার তিনি ‘সি’ ইউনিট ও ‘সি১’ ইউনিটেরও ভর্তি পরীক্ষা দেন। সোমবার ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটে বিজনেস স্টাডিজ অনুষদের ২৪ নং কক্ষে পরীক্ষায় বসেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে তিনি শাকিলকে প্রক্টর অফিসে পাঠান।
প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখার প্রথমিক জিজ্ঞাসাবাদে প্রক্সি দেওয়ার তথ্য স্বীকার করেন শাকিল।
তিনি বলেন, জামালপুরের হাসানুজ্জামানের সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে চুক্তি হয়। মোট ৪টি ইউনিটের পরীক্ষা দিয়ে যেকোনো একটিতে সুযোগ পেলেই টাকা দেওয়া হতো। আমি গতকাল ‘সি’ ইউনিট ও ‘সি১’ ইউনিটের পরীক্ষা দিয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বাংলানিউজকে বলেন, ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষার সময় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেন। তিনি এখন আমাদের জিম্মায় আছেন।
প্রক্টর আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতে শাকিলের শাস্তি হবে। ‘সি’ ও ‘সি১’ ইউনিটে দেওয়া তার পরীক্ষার ওএমআর শিট বাতিল করা হবে। এ ঘটনায় জড়িত শাকিল ও মাহির বিরুদ্ধে মামলা করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এমজেএফ