ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জুন ২০, ২০২৩
২০২৪ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে 

ঢাকা: আগামী ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

মঙ্গলবার (২০ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সভায় আরও অংশ নেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার ও জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের মতো সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  

এর কারণ হিসেবে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল বলেন, ২০২৪ সালে যারা এইচএসসি পরীক্ষা দেবে তারা করোনার সময়ে নবম-দশম শ্রেণিতে ক্লাস করতে পারেনি। এসএসসি পরীক্ষা দিয়েছিল মাত্র ৬০ দিন ক্লাস করে। আর ১ জুলাইয়ে তাদের উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরুর কথা থাকলে পিছিয়ে গেছে কয়েক মাস। তাদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তবে ২০২৫ সাল থেকে নিয়মিত সিলেবাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান এনসিটিবি চেয়ারম্যান ফরহাদুল।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।