ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

শিক্ষা

ইবিতে হল বন্ধের সিদ্ধান্তে পরিবর্তন 

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুন ২১, ২০২৩
ইবিতে হল বন্ধের সিদ্ধান্তে পরিবর্তন 

ইবি: অবশেষে পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হল বন্ধের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে প্রভোস্ট কাউন্সিল। নতুন সিদ্ধান্তে আগামী ২৪ জুন থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি।

 

এর আগে গত সোমবার (১৯ জুন) প্রভোস্ট কাউন্সিলের সভায় ক্যাম্পাস বন্ধের দুইদিন আগেই অর্থাৎ ২২ জুন থেকে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।  

তবে বুধবার (২১ জুন) প্রভোস্ট কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ২৪ জুন হল বন্ধের সিদ্ধান্ত হয়। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের দিকটি বিবেচনা করেই সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ জুন সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে।  

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, আগামী ২২ ও ২৩ জুন সাপ্তাহিক ছুটি এবং ২৪ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৬ ও ৭ জুলাই সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ৮ জুলাই থেকে একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।