ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ঝিনাইদহ পলিটেকনিকে উত্তেজনা, মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৬, মে ২৬, ২০১২

ঝিনাইদহ : ডিপ্লোমা প্রকৌশলীদের পদাবনতির খবরে শনিবার সকালে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শিক্ষার্থীরা শনিবার সকাল ১০টা থেকে ২০ মিনিট ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, সকাল ৯টা থেকে ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে তারা।

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মুনির হোসেন বাংলানিউজকে জানান, গত বৃহস্পতিবার একটি জাতীয় পত্রিকায় ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বিতীয় শ্রেণি থেকে নামিয়ে তৃতীয় শ্রেণির মর্যাদা দেওয়া হচ্ছে এমন খবরে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

তিনি জানান, সেদিন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইট পাটকেল ছুড়ে ইনস্টিটিউটের জানালা দরজা ভাংচুরের চেষ্টা করে। কিন্তু পুলিশের উপস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

অধ্যক্ষ মুনির হোসেন আরও জানান, শনিবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ওই মহাসড়ক ২০ মিনিট অবরোধ করে রাখে।

সকাল ১১টায় তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিষয়টি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে জানান, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে। এ কারণে তারা আর বিক্ষোভ বা অন্য কোনো কর্মসূচি দেয়নি।

এখন ক্যাম্পাস শান্ত রয়েছে। শিক্ষার্থীরাও ক্লাস এবং হলে ফিরে গেছে বলে জানান ওসি।


বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মে ২৬, ২০১২
আসিফ ইকবাল কাজল/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।