ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

পিজিডি কোর্সে ভর্তি আবেদনের সময় বাড়ল

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
পিজিডি কোর্সে ভর্তি আবেদনের সময় বাড়ল

গাজীপুর: ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্কিল-বেইজড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে (২য় ব্যাচ) ভর্তির আবেদনের সময় ৩১ জুলাই রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। এ আবেদনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট। ফলাফল প্রকাশিত হবে ২০ আগস্ট। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে ২৮ আগস্ট। ৯ সেপ্টেম্বর থেকে এই ব্যাচের ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, স্কিল-বেইজড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামের (২য় ব্যাচ) ভর্তির আবেদনের শেষ তারিখ ছিল ১৫ জুলাই। নতুন করে ১৫ দিন ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৪, জুলাই ১৯, ২০২৩।
আরএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।