ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের রেকর্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের রেকর্ড

বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড ২৮৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে রোববার (২৩ জুলাই) বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৬৮৯ জন রোগী ভর্তি আছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ২৮৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীর মধ্যে শুধু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৮৮ জন ভর্তি হয়েছেন। ফলে এ হাসপাতালে বর্তমানে ২০৫ জন রোগী ভর্তি রয়েছেন।

এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৩৭ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৪৭ জন, ভোলায় ৩৩ জন, পিরোজপুরে ৫০, বরগুনায় ১৭ ও ঝালকাঠিতে ১৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ১ জানুয়ারি থেকে এসব হাসপাতালে ৩ হাজার ১৫৭ জন রোগী ভর্তি হন। সুস্থ হয়ে ফিরেছেন ২ হাজার ৪৬৫ জন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু নিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

এ কর্মকর্তা আরও বলেন, বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে যেন ডেঙ্গু রোগীদের অতি গুরুত্ব দিয়ে দেখা হয়।

প্রসঙ্গত, এরআগে শনিবার (২২ জুলাই) বিভাগে রেকর্ড সংখ্যক ২৭৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল। যার তুলনায় বিগত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।