ঢাকা, মঙ্গলবার, ২৭ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হলে সিটের দাবিতে জাবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীরা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
হলে সিটের দাবিতে জাবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: আবাসিক হলে আসন বরাদ্দের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রোববার(২৩ জুলাই) রাত পৌনে আটটায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শেখ হাসিনা ও খালেদা জিয়া হলের অর্ধশতাধিক ছাত্রী।

এর আগে রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভনের সামনে এসে শেষ হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে আবাসিক হলে আসন বরাদ্দ দিতে হবে।

আন্দোলনরত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) ছাত্রী সোহাগী সামিয়া বলেন, আমরা ৯৫ জন ছাত্রী একসঙ্গে গণরুমে থাকি। তীব্র গরমে গণরুম থেকে দুর্গন্ধ বের হয়। মশার কামড়ে এরই মধ্যে কয়েকজন ছাত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এছাড়া অনেকজন সর্দি-কাশিতে ভুগছে। তাই অবিলম্বে হলে সিট বরাদ্দ চাই।

ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০তম ব্যাচের ছাত্রী মোহছানা মীম বলেন, দেড় বছর ধরে গণরুমে আছি, অথচ এখনো হলে সিট পাইনি। বর্ষাকালে গণরুমে পানি উঠে, গরম কালে দুর্গন্ধে থাকা যায় না। আমরা দ্রুত হলে সিট চাই।

এদিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কর্মসূচির খবর পেয়ে রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে আসেন।

এ সময় উপাচার্য শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে নতুন হলগুলো চালু করে আসন বরাদ্দের আশ্বাস দেন। উপাচার্যের আশ্বাসে রাত ১১টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।