ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির নতুন ছয়টি আবাসিক হলের নাম চূড়ান্ত

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
জাবির নতুন ছয়টি আবাসিক হলের নাম চূড়ান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত ছয়টি আবাসিক হলের নাম চূড়ান্ত করা হয়েছে।  

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব নাম অনুমোদন দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সিন্ডিকেট সদস্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

সিন্ডিকেট সদস্যরা জানান, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত ছয়টি হলের নাম চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ছাত্রীদের ১৭ নম্বর হলের নাম রাখা হয়েছে বেগম রোকেয়া হল, ১৮ নম্বর হলের নাম ফজিলাতুন্নেসা হল। ১৯ নম্বর হলটি তারামন বিবির নামে করা হয়েছে।

ছাত্রদের ২০ নম্বর হলের নাম তাজউদ্দীন আহমদ হল, ২১ নম্বর হলের নাম শেখ রাসেল হল। ২২ নম্বর হলের নাম কাজী নজরুল ইসলামের নামে করা হয়েছে।  

এ ছাড়া স্পোর্টিং কমপ্লেক্সের নাম শেখ কামাল স্পোর্টিং কমপ্লেক্স রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।