ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

শিক্ষা

বৃষ্টি-অসুস্থতা উপেক্ষা করে আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
বৃষ্টি-অসুস্থতা উপেক্ষা করে আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: বৃষ্টি ও অসুস্থতা উপেক্ষা করে এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা।

আন্দোলন চলাকালে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে কয়েকজন অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে আবার আন্দোলনে যোগ দিয়েছেন।

শিক্ষার্থীরা জানান, ফল প্রকাশের দীর্ঘসূত্রিতার কারণে সমস্যায় পড়েছেন তারা। এর দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ প্রশাসনকে নিতে হবে। সাত কলেজের সক্ষমতা না থাকা এবং নানামুখী সংকটের পরও বিশ্ববিদ্যালয় জোর করে সিজিপিএ শর্ত চাপিয়ে দিয়েছে।

ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি মেনে নিচ্ছে না। আমাদের দাবি মেনে না নেওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।

আন্দোলনরত শিক্ষার্থী মাহিনুর রহমান বলেন, আমরা দ্বিতীয় বর্ষের আট মাস ক্লাস করে জানতে পারি আমরা প্রথম বর্ষে অকৃতকার্য হয়েছি। আমাদের হাতে আর সাত দিন সময় আছে, এর মধ্যে প্রথম বর্ষের পূর্ণ প্রস্তুতি নিয়ে আবার প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এটা মেনে নেওয়া যায় না। আমরা মানোন্নয়ন পরীক্ষা দিতে চাই।

শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সিজিপিএ’র শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার এক দফা দাবিতে গণ-অনশন কর্মসূচির ঘোষণা দেন।

সেই ঘোষণা অনুযায়ী রোববার রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনের কর্মসূচি পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন।  আন্দোলরত অবস্থায় জীবন বিসর্জন দিতে দুই শিক্ষার্থী ‘লিকুইড পয়জন’ জাতীয় কিছু পান করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন:
অসুস্থ অবস্থায় ঢামেকে ৭ শিক্ষার্থী, দুজন খেয়েছেন ‘লিকুইড পয়জন’

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।