ঢাকা: সম্প্রতি চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে ফ্রোবেল ট্রেনিং একাডেমি থেকে প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কোর্সের (পিপিটিসি) পঞ্চম ব্যাচের ১০ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
ভারতের সুন্দরজি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগিতায় এক বছরের এ টিচার্স ট্রেনিং কোর্সটি ২০১৭ সালেই চালু করেছিল ফ্রোবেল একাডেমি।
অনুষ্ঠানে ফ্রোবেল একাডেমির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্কুলটির পরিচালক অধ্যক্ষ হাওরা জোহের, সাবিন আমির ও হেড অব স্কুল নুসরাত খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসারাত তাওয়াল্লার সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক, সুন্দরজি গ্লোবাল একাডেমিয়া এবং প্যানেল বক্তা হিসেবে ছিলেন বীনা খুরানা, ফেকাল্টি ডিন ও একাডেমিক এফেয়ার্স, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
আরআইএস