ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
শাবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগ থেকে ছেলেদের ২৮টি ও মেয়েদের ২১টি দল অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।

উদ্বোধনের শুরুতে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা পড়াশোনার অপরিহার্য একটি অংশ। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখতে সহায়তা করে। তবে খেলাধুলায় প্রতিপক্ষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, অন্যজনকে আঘাত করা যাবে না। ফলে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে। খেলাধুলা আমাদের মন-মানসিকতাকে প্রফুল্ল রাখে। তাই খেলাধুলাকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে।

এ সময় শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক সউদ বিন আম্বিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, ছাত্র উপদেশ নির্দেশনা পরিচালক ও খেলাধুলাবিষয়ক উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. আসিফ ইকবাল, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তর প্রধান, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় ব্যবসায় প্রশাসন বিভাগ ও সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।