ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

৮ লাখ টাকা ঘুষ নিয়েও চাকরি দেননি, জেলহাজতে মাদরাসা সুপার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
৮ লাখ টাকা ঘুষ নিয়েও চাকরি দেননি, জেলহাজতে মাদরাসা সুপার মাদরাসা সুপার মো. দলিলুর রহমান মুক্তা

সিরাজগঞ্জ: ঘুষ নেওয়ার পরও চাকরি না দেওয়ার অভিযোগে ভুক্তভোগীর দায়ের মামলায় সিরাজগঞ্জে মো. দলিলুর রহমান মুক্তা (৫৩) নামে এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

এর পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ওই মাদরাসা সুপারকে জেলহাজতে পাঠায় তাড়াশ আমলি আদালতের বিচারক।

অভিযুক্ত দলিলুর রহমান মুক্তা তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর ইসলামিয়া দাখিল মাদরাসা সুপার এবং ওই গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী নাটোর জেলার সিংড়া উপজেলার বনকুড়াইল গ্রামের মো. রইচ উদ্দিনের ছেলে মো. ইসাহাক হোসেন।  

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।  

তিনি বলেন, বুধবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে বগুড়ার শেরপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে মাদরাসা সুপার দলিলুর রহমান মুক্তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ইসাহাক হোসেন ২০২২ সালে রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী লাইব্রেরিয়ান পদে চাকরির জন্য সুপার দলিলুর রহমানকে আট দফায় ৮ লাখ ৫ হাজার টাকা ঘুষ দেন। দলিলুর রহমান মাদরাসার প্যাডে ঘুষের টাকা নেওয়ার প্রাপ্তি স্বীকারপত্র নেন। কিন্তু ঘুষ নিয়েও সুপার ইসহাক হোসেনকে চাকরি না দিয়ে টালবাহানা করতে থাকেন। তখন সুপারের কাছে দেওয়া ঘুষের টাকা ফেরত চান ইসহাক। সুপার টাকা ফেরত না দিয়ে চাকরিপ্রার্থী ইসহাককে ভয়- ভীতি দেখান। পরে বাধ্য হয়ে চলতি বছরের ১ ফেব্রুয়ারি তাড়াশ থানা আমলি আদালতে সুপারের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন ইসহাক। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। পিবিআই তদন্ত শেষে গত ৪ আগস্ট আদালতে
চার্জশিট দাখিল করলে আসামি মো. দলিলুর রহমান মুক্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রোকনপুর ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলআমিন কাওছার বলেন, এটাই শেষ নয়। মাদরাসা সুপার নানা আর্থিক দুর্নীতিতে জড়িত। আগামী সপ্তাহে মাদরাসা সুপারের মাদরাসা প্যাডে লিখিত দিয়ে ঘুষ আদায়ের বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটি মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।