ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাজবাড়ীতে চিঠি উৎসব 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
রাজবাড়ীতে চিঠি উৎসব 

রাজবাড়ী: রাজবাড়ী লেখক-পাঠক কেন্দ্রের উদ্যোগে রাজবাড়ীতে বইমেলা, পুরস্কার বিতরণ ও চিঠি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ চিঠি উৎসবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক তুষার আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশনের উপস্থাপিকা শুভাগতা গুহ রায়, রাজবাড়ী মহিলা পরিষদের সাবেক সভানেত্রী লাইলী নাহার।

অনুষ্ঠানে রনজিৎ কুমার রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কবি নেহাল আহম্মেদ।

চিঠি উৎসবে রাজবাড়ী জেলার শতাধিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ১০ হাজার চিঠি জমা পড়ে। সেখান থেকে যাচাই বাছাই শেষে ১২ জনকে পুরস্কৃত করা হয়।

এতে প্রথম পুরস্কার অর্জন করে নগদ ১০ হাজার টাকা জিতেছে রাজবাড়ী অংকুর স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র মো. শান্ত মোল্লা, দ্বিতীয় স্থান অর্জন করে নগদ পাঁচ হাজার টাকা জিতেছে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাজমিলা অরিন। সেরা বাকি ১০ জনকে বই উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।