ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

ষষ্ঠ-সপ্তমের মূল্যায়নে এনসিটিবির গাইডলাইন অনুসরণের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
ষষ্ঠ-সপ্তমের মূল্যায়নে এনসিটিবির গাইডলাইন অনুসরণের নির্দেশ

ঢাকা: নতুন কারিকুলামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণীতব্য মূল্যায়ন সংক্রান্ত গাইডলাইন যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (১৮ সেপ্টেম্বর) অধিদপ্তর থেকে সংক্রান্ত নির্দেশনা দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ এবং বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নতুন কারিকুলাম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে ষষ্ঠ ও সপ্তম বিষয়ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে এনসিটিবি কর্তৃক প্রণীতব্য মূল্যায়ন সংক্রান্ত গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করতে হবে। বিষয়ভিত্তিক মূল্যায়ন বিষয়ে কোনো গতানুগতিক পদ্ধতি অনুসরণ করার সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।