ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

খুবি থেকে তিন গবেষকের পিএইচডি ডিগ্রি লাভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
খুবি থেকে তিন গবেষকের পিএইচডি ডিগ্রি লাভ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুলের আওতাধীন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন ও অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিন থেকে তিনজন গবেষক পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেটের ২২৪তম সভায় তাদের পিএইচডি ডিগ্রি অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আনুষ্ঠানিকভাবে তাদের পিএইচডি ডিগ্রি দেন।

এ সময় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার উদ্দেশ্য ছিল দক্ষ জনশক্তি তৈরি করা। বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের অর্জিত এ জ্ঞান কর্মজীবনে কাজে লাগাবেন, যা দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। পিএইচডি একটি ইনডিকেটর। যারা সরকারের বিভিন্ন সেক্টরে কাজ করছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে যারা পিএইচডি ডিগ্রি নিচ্ছেন, তারা কোয়ালিটি মেইনটেন করেই নিচ্ছেন।

এ সময় পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত গবেষক পীযুষ কান্তি ঘোষ ও রুবায়েত আরা অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন।  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা ও ব্যক্তিগত সহকারী শেখ মঞ্জুর মোর্শেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন থেকে গবেষক প্রফেসর আরিফা শারমিনকে তার ‘একোয়াসিলভিকালচার ইন দ্য স্যালাইন অ্যাফেক্টেড ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়াস (ইসিএ) অব দ্য সুন্দরবনস’ (Aquasilviculture in the Saline Affected Ecologically Criticial Areas {ECA} of the Sundarbans) শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন একই ডিসিপ্লিনের শিক্ষক ও বর্তমান উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিন থেকে গবেষক পীযুষ কান্তি ঘোষকে তার ‘স্ক্রিনিং অব স্যালাইন টলারেন্ট ফরেজ জেনোটাইপস অ্যান্ড দেওয়ার ম্যানেজমেন্ট প্র্যাকটিস ইন সাউথ-ওয়েস্টার্ন বাংলাদেশ’ (Screening of Saline Tolerant Forage Genotypes and Their Management Practices in South-Western Bangladesh) শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন একই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

একই ডিসিপ্লিন থেকে গবেষক রুবায়েত আরাকে তার ‘অ্যাসেসিং দ্য পোশেনশিয়ালস অব ফিগ (ফিকাস ক্যারিকা এল) অ্যাজ এ ফ্রুট ক্রপ ইন বাংলাদেশ’ (Assessing the Potentials of Fig {Ficus carica L.} as a Fruit Crop in Bangladesh) শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন একই ডিসিপ্লিনের প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।