ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শিক্ষা

কমলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল-পুনর্বহাল ফি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
কমলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল-পুনর্বহাল ফি

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি বাতিল এবং ভর্তি পুনর্বহাল ফি কমানো হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনে ভর্তি বাতিল এবং ভর্তি পুনর্বহাল ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

ভর্তি বাতিল ও ভর্তি পুনর্বহাল ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্নাতক (সম্মান) ভর্তি পরিচালনা কমিটির সুপারিশ একাডেমিক কাউন্সিলের ৯৬তম সভা এবং সিন্ডিকেটের ২৩৭তম সভার অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব স্তরে কার্যকর হবে। পরিবর্তিত ফি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩২, সেপ্টেম্বর ২৪, ২০২৩
আরএস/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।