ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন ২৮ সেপ্টেম্বর

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
জাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন ২৮ সেপ্টেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (জেইউমুনা) আয়োজনে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন।

আগামী ২৮ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।



রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি শেখ অম্লান আহমেদ প্রাচুর্য।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর ছায়া জাতিসংঘ সম্মেলন ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ বছর দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়সহ মোট ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩২০ জন শিক্ষক শিক্ষার্থী অংশ নেবেন। এবারের প্রতিপাদ্য বিষয়, সবুজ প্রযুক্তির অগ্রাধিকার, সবুজ সমৃদ্ধিকে জয় করা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠটির সহ-সভাপতি মো. তারেকুজ্জামান, সাধারণ সম্পাদক জারিন তাসনিম লুবনা, সহ-সাধারণ সম্পাদক নওশীন আলম, কোষাধ্যক্ষ মো. আবরার জাহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।