ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শিক্ষককে চড়, সেই ছাত্রকে পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
শিক্ষককে চড়, সেই ছাত্রকে পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি (ভি জে) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষা চলাকালে শিক্ষককে চড় মারার ঘটনায় অভিযুক্ত ছাত্রকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরিন এ আদেশ দেন।

এর আগে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে ওই ছাত্র।

এদিকে এ ঘটনায় ওই ছাত্রের শাস্তির দাবি জানিয়ে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।  

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ভিক্টোরিয়া জুবিলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এসময় কিছুক্ষণের জন্য শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে চুয়াডাঙ্গা-জীবননগর রোডে অবস্থান নিলে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আসে।  
জানা গেছে, রোববার এসএসসির নির্বাচনী পরীক্ষা চলছিল ভি জে স্কুলের ১১২ নম্বর কক্ষে। সেখানে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিদ্যালয়ের বাংলার সহকারী শিক্ষক হাফিজুর রহমান। এসময় পরীক্ষার হলে বিশৃঙ্খলা ও অসদুপায় অবলম্বনের অভিযোগে দশম শ্রেণির ছাত্র সাইফুল আমিন শীর্ষের খাতা কেড়ে নেন শিক্ষক। এতে শিক্ষক ও ছাত্রের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে শিক্ষক হাফিজুরকে চড়-থাপ্পড় মারে শীর্ষ।  এ ঘটনায় শিক্ষকদের পক্ষে সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সফিয়ার রহমান।  

চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবু তালেব জানান, আদালতে হাজির হয়ে ওই ছাত্র জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে শিশু সংশোধনাগারে (যশোর শিশু উন্নয়ন কেন্দ্র) পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।