বরিশাল: আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশের ন্যায় বরিশালেও তিন দিনের কর্মবিরতি পালন করছেন সরকারি কলেজগুলোর শিক্ষকরা।
বুধবার (১১ অক্টোবর) শিক্ষকরা সব কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন।
১০ অক্টোবর সকাল থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে ১২ অক্টোবর পর্যন্ত।
এই সময়ের ভেতর কোনো ক্লাস কিংবা পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন বিসিএস শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
শিক্ষকরা জানান, সাধারণ ক্যাডারদের দ্রুত পদোন্নতি হলেও শিক্ষা ক্যাডারদের একটি পদোন্নতির জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর। ফলে অন্যান্য বিসিএস কর্মকর্তাদের তুলনায় শিক্ষকদের বৈষম্য তৈরি হচ্ছে। তাই এই বৈষম্য দূর করার দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা।
এদিকে শিক্ষকদের এমন কর্মবিরতির কারণে ক্লাস না করেই ফিরে যেতে হয় শিক্ষার্থীদের। তবে শিক্ষকরা বলছেন দাবি পূরণ হলে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
এমএস/এএটি