ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দুর্ঘটনার কবলে জাবির বাস, আহত ১২ শিক্ষার্থী

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
দুর্ঘটনার কবলে জাবির বাস, আহত ১২ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ঢাকা থেকে ক্যাম্পাসগামী নিজস্ব একতলা একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসের ভেতরে থাকা ১২ শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বঙ্গবাজার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিল।

বাসে অবস্থানরত বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াসির আরাফাত সুমন বলেন, বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। আমাদের বাসটি হেমায়েতপুর পার হয়ে ফুলবাড়িয়ায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাক হঠাৎ কোনো সিগন্যাল ছাড়াই ইউটার্ন নেয়। আমাদের বাসের ড্রাইভারও তৎক্ষণাৎ ব্রেক ধরলে ট্রাকটির পেছনে বাস সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনের গ্লাস ফেটে যায়। এতে আমরা কম বেশি বাসের সবাই আহত হই। আমরা বাসে ১২ জনের মতো ছিলাম। আমাদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়। এক আপুর নাক দিয়ে রক্ত বের হয়, আরেকজন পায়ে প্রচণ্ড ব্যথা পায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের অতিরিক্ত শিক্ষক মো. ইনামুল হক বলেন, আমাদের ড্রাইভার ফোন করে বিষয়টি জানিয়েছে। বৃষ্টির কারণে এমনটি ঘটেছে। বাসের সামনের গ্লাস ফেটে গেছে। তবে কেউ গুরুতর আহত হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।