ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা ৩ নভেম্বর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা ৩ নভেম্বর 

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষা আগামী শুক্রবার (৩ নভেম্বর) শুরু হবে।

বুধবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে আরও জানানো হয়, সারা দেশে ৩৬টি কেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে আগামী ২২ ডিসেম্বর।

এ বছর সারা দেশে ৭১টি কলেজে মোট ১০ হাজার ৫২৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জরুরি প্রয়োজনে ০১৩১৩০৫২৩৬৬ যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।