ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শনিবার দায়িত্ব নেবেন ঢাবির নবনিযুক্ত উপাচার্য মাকসুদ কামাল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
শনিবার দায়িত্ব নেবেন ঢাবির নবনিযুক্ত উপাচার্য মাকসুদ কামাল অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য হিসেবে আগামী শনিবার (৪ নভেম্বর) দায়িত্ব নেবেন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।  

গত ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

 

আগামী শনিবার উপাচার্যের কার্যালয়ে তিনি নতুন উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করবেন। পরে ধানমন্ডিস্থ ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি।  

একইসঙ্গে শুক্রবার (৩ নভেম্বর) মেয়াদ শেষ হচ্ছে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের। শুক্রবার সরকারি ছুটি থাকায় গত বৃহস্পতিবারই (২ নভেম্বর) উপাচার্য হিসেবে অধ্যাপক আখতারুজ্জামানের শেষ কার্যদিবস ছিল। এদিন অ্যাকাডেমিক পরিষদের সভায় তাকে বিদায়ী শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, সিনেটের সদস্যসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপকরা। এর আগে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সভা ও সিন্ডিকেট সভায়ও তাকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।  

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আখতারুজ্জামান। পরে ২০১৯ সালের ৩ নভেম্বর চার বছরের জন্য তাকে পুনরায় উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।