ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে ছাত্রধর্মঘট বৃহস্পতিবার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জুন ২৯, ২০১০

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক গোলাম মওলা শাহীনসহ নেতাকর্মীদের মুক্তির দবিতে বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল।

আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার এ ধর্মঘটের ঘোষণা দেন।



সংবাদ সম্মেলনে বলা হয়, রোববারের হরতাল কর্মসূচি পালনের সময় জবি শাখা ছাত্রদলের আহবায়ক গোলাম মওলা শাহীন, ছাত্রদল নেতা মির্জা ইমরান, কাইয়ুম, আল-আমিন ও নুরুল আমিনকে আকস্মিকভাবে গ্রেপ্তার করা হয়।

লিখিত বক্তব্যে আনিসুর রহমান বলেন, নেতাদের ১ জুলাইয়ের মধ্যে মুক্তি না দিলে ওই দিন থেকেই ক্যাম্পাসে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হবে।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
 

বাংলাদেশ স্থানীয় সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।