ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

কুয়েটে দুদিনব্যাপী ‘ইইই ডে’ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
কুয়েটে দুদিনব্যাপী ‘ইইই ডে’ শুরু

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে ‘ইইই ডে’ শুরু হয়েছে। ‘ইইই ডে’ উদযাপন উপলক্ষে শুক্রবার (১০ নভেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।  

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সালাউদ্দীন ইউসুফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। আয়োজক কমিটির চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. নুরুন্নবী মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইই অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান। আয়োজক কমিটির সেক্রেটারি হিসেবে উপস্থিত ছিলেন ড. প্রতীক চন্দ্র বিশ্বাস।  

দুদিনব্যাপী অনুষ্ঠানে এলএফআর, সসার বুট, ফিফা, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, সার্কিট মাস্টার, এনএফএস, ভিএলএসআই কোডিং কনটেস্ট, কেসস্টাডি, এমএটিল্যাব ম্যানিয়া ভালোরেন্ট প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে।  

অনুষ্ঠানে কুযেটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।