ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হরতাল-অবরোধেও সপ্তাহব্যাপী মেডিকেল সেবা পাবেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
হরতাল-অবরোধেও সপ্তাহব্যাপী মেডিকেল সেবা পাবেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

শাবিপ্রবি (সিলেট): শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল-অবরোধেও মেডিকেল সেবা দেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।

এর আগে গত মঙ্গলবার অ্যাকাডেমিক সভায় সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ক্লাস-পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ফলে অন্যান্য দিনের মতো এ দুদিনও মেডিকেল সেন্টার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আসিফ ইকবাল।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন থেকে সাপ্তাহিক ছুটিতেও ক্লাস-পরীক্ষা চালু রয়েছে। ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকবে। তাই তাদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা মেডিকেল সেন্টার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।