ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে কুয়েট ছাত্রলীগের আনন্দ মিছিল 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে কুয়েট ছাত্রলীগের আনন্দ মিছিল 

খুলনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখার নেতাকর্মীরা।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা এ আনন্দ মিছিল বের করেন।

মিছিল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস এবং ফুলবাড়ীগেট প্রদক্ষিণ শেষে দুর্বার বাংলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।  

মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রলীগ, কুয়েট শাখার সভাপতি রুদ্রনীল সিংহ শুভ ও সাধারণ সম্পাদক এ কে এম. নিবিড় রেজা।

মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বাংলাদেশ ছাত্রলীগ, কুয়েট শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।