ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

যুক্তরাজ্য গেলেন রাবি উপাচার্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
যুক্তরাজ্য গেলেন রাবি উপাচার্য রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার রোববার (১৯ নভেম্বর) ভোরে যুক্তরাজ্য গেছেন। এডিনবার্গে আগামী ২০ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠেয় 'গোয়িং গ্লোবাল-২০২৩: দ্য কনফারেন্স ফর লিডার্স অব ইন্টারন্যাশনাল টারসিয়ারি অ্যাডুকেশন’ শীর্ষক সম্মেলনে যোগ দেবেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে দুপুরে এ তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, এবারের সম্মেলনে বিশ্বে উচ্চশিক্ষা ক্ষেত্রের প্রায় ৩৫০ জন নেতৃস্থানীয় শিক্ষাবিদ অংশ নেবেন। তারা সেখানে এ সম্মেলনের মূল প্রতিপাদ্য টাওয়ার্ডস সাসটেনেবল, স্কেলেবল অ্যান্ড ইকুইটেবল পার্টনারশিপ ইন টারশিয়ারি অ্যাডুকেশন নিয়ে আলোচনা করবেন।

এর আগে ২০২২ সালের নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত একই বিষয়ের সম্মেলনে অংশ নিয়ে রাবি উপাচার্য ‘বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) বিষয়ে লিঙ্গ সমতা’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।