ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে আয়কর মেলা 

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
জাবিতে আয়কর মেলা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন ও শিক্ষক সমিতির আয়োজনে এবং জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগিতায় প্রথমবারের মতো আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে আয়কর তথ্যসেবা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।  

উপাচার্য বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের এ কার্যক্রমের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা এবং কর অঞ্চল-১১-এর কর প্রদানকারীরা উৎসবমুখর পরিবেশে সহজে-নির্বিঘ্নে আয়কর দিতে পারছেন। এতে তাদের ঢাকায় গিয়ে আয়কর জমা দেওয়ার কষ্ট দূর হয়েছে।

উপাচার্য ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমদ বলেছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেলা আয়োজনের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা আয়কর দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য তথ্যও জানতে পারছেন।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১১, ঢাকার কর কমিশনার রওনক আফরোজ, অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার রায় ও যুগ্ম কর কমিশনার ফারজানা নাজনীন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, কর কমিশনার রওনক আফরোজ এবং অন্যান্য অতিথিরা আয়কর তথ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন।  

আয়কর তথ্যসেবা কেন্দ্র সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের আয়কর গ্রহণ করে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।