ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটে আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুলাই ৬, ২০১২

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুই দিনব্যাপী ৩য় আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১২ এর উদ্বোধন করা হয়েছে।

কুয়েট ডিবেটিং সোসাইটির আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এতে বিভিন্ন বিভাগ থেকে মোট আটটি দল অংশগ্রহণ করছে।

বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর ও কুয়েট ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাতা মডারেটর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

কেডিএস`র মডারেটর সুহেলী সায়লা আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি নিপা দেবনাথ, প্রভাষক পদার্থ বিজ্ঞান বিভাগ, কেডিএস`র সভাপতি শারমিন সুলতানা।

এ সময় কুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা, বিচারকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ১৩৪৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।