ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

নলছিটিতে কলেজের ল্যাব থেকে ১৬ ল্যাপটপ চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
নলছিটিতে কলেজের ল্যাব থেকে ১৬ ল্যাপটপ চুরি

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ থেকে ১৬টি ল্যাপটপ চুরি হয়েছে।  

সোমবার (২৯ জানুয়ারি) রাতের কোনো এক সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের বুড়ির হাট এলাকায় অবস্থিত কলেজটিতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশ জানায়, কলেজের অধ্যক্ষের কক্ষের সামনের বারান্দার গেটের গ্রিল ভেঙে কলেজের দ্বিতীয় তলার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের দরজা ভেঙে ১৬টি ল্যাপটপ চুরি করা হয়। চুরির আগে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় চোরচক্র। মঙ্গলবার সকালে কলেজ কর্তৃপক্ষ চুরির বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেয়।

নলছিটি থানার ওসি মো.মুরাদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, চুরির ঘটনায় কলেজ কর্তৃপক্ষকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।