ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল।
তিনি বলেন, ঢাকাসহ বাইরের কেন্দ্রগুলোতে আমরা যোগাযোগ করেছি।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা কেন্দ্র প্রদর্শন করে এ কথা বলেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) ড. সীতেশ চন্দ্র বাছার, বিজ্ঞান অনুষদের ডিন ড. জিয়াউর রহমান, প্রক্টর ড. মো. মাকসুদুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, এ বছর ১ লাখ ১২ হাজর ২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। প্রতি আসনের জন্য লড়ছেন ৩৮ জন শিক্ষার্থী।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চক্র প্রশ্নপত্রের গুজব ছড়াচ্ছে। আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের বলব, তাদের চক্রের ফাঁদে পা না দিতে। এমন কোনো ঘটনার অভিযোগ আমরা পাইনি। আমরা সজাগ আছি।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
এফআর