ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বরিশাল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা বরিশালে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টার এই পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

এদিন খ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৭২০ জন পরীক্ষার্থী অংশ নেয়।

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শুরু হওয়া এই পরীক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে সহায়তা করে।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের কেন্দ্রসহ ৮টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক ও কর্মকর্তা মিলে কাজ করছেন। তাই কোনো ধরনের অব্যবস্থাপনা না থাকে সে ব্যবস্থা আগে থেকেই নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ২৩, ২০২৪
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।