ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চবি ভর্তি: ঢাবি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ২৭ হাজার ভর্তিচ্ছু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
চবি ভর্তি: ঢাবি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ২৭ হাজার ভর্তিচ্ছু ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রে ২৭ হাজার ২১৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

শনিবার (০২ মার্চ) সকাল ১০টায় ঢাবি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, এ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানসহ সংশ্লিষ্টরা কার্জন হল ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, এ বছর প্রথমবারের মতো চবির ভর্তি পরীক্ষা তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে। এ বছরের এ ইউনিটের মোট আবেদনকারী ৯৯ হাজার ৫২১ জন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ