ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

জবি রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নিলেন ওহিদুজ্জামান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
জবি রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নিলেন ওহিদুজ্জামান

জবি: পারিবারিক কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চুক্তি ভিত্তিক রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নিয়েছেন প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুল হালিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পারিবারিক কারণে পিআরএল এ থাকা ছুটি ভোগ করতে তার চুক্তি বাতিল করে ছুটি ভোগ করার আবেদন করেন। বিশ্ববিদ্যালয় তার আবেদন গ্রহণ করেছে।

এদিন দুপুরে রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের সবার কাছ থেকে বিদায় নিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৪ জুন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক বছরের জন্য চুক্তি ভিত্তিক রেজিস্ট্রার পদে নিয়োগ পান। এর আগে একই বছরের ১৩ জুন তার চাকরির মেয়াদ শেষ হয়। ২০০৯ সালের ১৫ অক্টোবর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।