ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

হাইকোর্টের আদেশ শিরোধার্য: বুয়েট উপাচার্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
হাইকোর্টের আদেশ শিরোধার্য: বুয়েট উপাচার্য বুয়েট উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি থাকতে বাধা নেই’ হাইকোর্টের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার বলেছেন, হাইকোর্ট যা বলবে তা আমাদের মানতে হবে। কোর্টের আদেশ শিরোধার্য।

তা বাস্তবায়ন করতে গেলে আমাদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।  

সোমবার (১ এপ্রিল) নিজ কার্যালয়ে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।  

উপাচার্য বলেন, রাজনৈতিক পরিবেশ ঠিক রাখার জন্য ছাত্র-শিক্ষক, প্রশাসন সবাই মিলে সিদ্ধান্তে আসতে হবে। সেজন্য আলোচনা প্রয়োজন। কীভাবে করা যায় তা বের করতে হবে।  

তিনি আরও বলেন, আগে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন ছিল। এখন তার কার্যক্রম বন্ধ আছে। শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের আলোচনার ওপর ভিত্তি করে আমরা বিষয়টা দেখবো।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।