ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

তাপদাহ: অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে ঢাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
তাপদাহ: অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): তীব্র গরমের কারণে স্বাস্থ্যঝু্ঁকি এড়াতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে পরীক্ষাগুলো যথারীতি চলমান থাকবে।

রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তাপদাহ বিবেচনায় সর্বোচ্চ সাতদিন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ওপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রচলিত ১০ শতাংশ অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

একইসঙ্গে স্বাস্থ্যঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের কয়েকটি জরুরি পরামর্শ দেওয়া হয়েছে। সেগুলো হলো- সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা; যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা; বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা।

বিশুদ্ধ পানি পান করা; প্রয়োজনে লবণযুক্ত তরল যেমন- খাবার স্যালাইন ইত্যাদি পান করা; তাপমাত্রা বাড়িয়ে দেওয়া পানীয় যেমন- চা-কফি পান থেকে বিরত থাকা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।