ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে অব্যাহতি, নতুন চেয়ারম্যান নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে অব্যাহতি, নতুন চেয়ারম্যান নিয়োগ মো. আলী আকবর খান: ফাইল ফটো

ঢাকা: সনদ বাণিজ্যের ঘটনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তার স্থলে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেছে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

আলী আকবর খানকে অব্যাহতি দিয়ে সোমবার (২২ এপ্রিল) প্রকাশিত অফিস আদেশে বলা হয়, আলী আকবর খানকে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্তি করা হলো।

অপর প্রজ্ঞাপনে কারিগরি শিক্ষা বোর্ডের আইটিসিসির পরিচালক মো. মামুন উল হককে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

সনদ বাণিজ্যের অভিযোগে ২০ এপ্রিল আলী আকবর খানের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এরআগে ১ এপ্রিল একেএম শামসুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
এমআইএইচ/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।