ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
রাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাঙামাটি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) গুচ্ছ পদ্ধতিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে শুরু হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।

এদিকে পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. সেলিনা আখতার। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর ড. কাঞ্চন চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এবারের ‘এ’ ইউনিটের ভর্তি পরিক্ষায় রাবিপ্রবি ক্যাম্পাসসহ মোট আটটি কেন্দ্রে  ৮ হাজার ৫৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। সুন্দর ও আনন্দমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল।

আগামী ০৩ মে ‘বি’ ইউনিটের অধীনে ২ হাজার ৭৪৪ এবং ১০মে ‘সি’ ইউনিটের অধীনে ৩ হাজার ২০৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. সেলিনা আক্তার বলেন, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে পেরে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীর পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে শেষ করতে তিনি সবার সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।