ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

অধ্যক্ষ শেখ কাওছারের বরখাস্তাদেশ  ‘ষড়যন্ত্রমূলক’, দাবি বিটিএ’র

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
অধ্যক্ষ শেখ কাওছারের বরখাস্তাদেশ  ‘ষড়যন্ত্রমূলক’, দাবি বিটিএ’র ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে ম্যানেজিং কমিটি কর্তৃক বরখাস্তকে ‘ষড়যন্ত্রমূলক’ দাবি করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। একইসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক এ সিদ্ধান্ত অনুমোদনের প্রতিবাদ ও বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি।

 

শেখ কাওছার বাংলাদেশ শিক্ষক সমিতি’র (বিটিএ) সাধারণ সম্পাদক ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।  

শনিবার (২৭ এপ্রিল) ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া এ দাবি করেন।  

তিনি বলেন, সারা দেশের শিক্ষক-কর্মচারীরা মনে করেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২২ দিনের আন্দোলনের যারা বিরোধিতা করেছিলেন, অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে বরখাস্ত করার পেছনে তাদের গভীর ষড়যন্ত্র রয়েছে।

সংগঠনটি দাবি, শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠান প্রধান হিসেবে অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ কর্তৃক এসএসসি পরীক্ষা ২০২৪ -এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফরম পূরণ ফি বাবদ বিজ্ঞান বিভাগে ২১৪০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২০২০ টাকা বোর্ড নির্ধারিত জমাদানের জন্য নোটিশ দেন। তা সত্ত্বেও ম্যানেজিং কমিটির সভাপতি এখতিয়ার পাল্টা নোটিশ দিয়ে তার মনঃপূত লোক অফিসে বসিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রশিদে ফরম পূরণ ফি বাবদ বিজ্ঞান বিভাগে ৮,১৪০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮,০২০ টাকা গ্রহণ করেন।  

আদায়কৃত প্রায় ১৭ লাখ টাকা সভাপতি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন। ২০২৩ সালে বিদ্যালয়ের অর্থায়নে প্রতিষ্ঠানে কিছু সংখ্যক শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুস্মরণ করা হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর সভাপতি মহোদয় পছন্দের প্রার্থী নিয়োগদানের জন্য নিয়োগ পরীক্ষার উত্তরপত্র পরিবর্তন করে নিয়োগ দিয়েছেন। এমনকি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত নিয়োগপত্র প্রদানের বিধান থাকা সত্ত্বেও সভাপতি মহোদয় নিজেই স্বাক্ষর করে নিয়োগপত্র প্রদান করেছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, সহ সভাপতি আলী আসগর হাওলাদার, বেগম নুরুন্নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জামিল মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৩ নভেম্বর বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে সাময়িক বরখাস্ত করে ম্যানেজিং কমিটি। এরপর সেই বছরের ২৯ নভেম্বর চূড়ান্ত বরখাস্ত এবং চলতি বছরের ৪ এপ্রিল চূড়ান্ত বরখাস্ত অনুমোদন করে শিক্ষা বোর্ড।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এনবি/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।