ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘এ’ ইউনিটে শাবিপ্রবিতে উপস্থিত ৮৯ শতাংশ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
গুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘এ’ ইউনিটে শাবিপ্রবিতে উপস্থিত ৮৯ শতাংশ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

পরীক্ষায় পাঁচ হাজার ৮১০ জন পরীক্ষার্থী মধ্যে উপস্থিত ছিলেন পাঁচ হাজার ১৯০ শিক্ষার্থী, অর্থাৎ ৮৯ দশমিক ৩৩ শতাংশ।

অনুপস্থিত ছিল ৬২০ জন শিক্ষার্থী।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান।

তিনি বলেন, কোনো ধরনের অসঙ্গতি ছাড়াই গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এ, বি, সি, ডি, ই, কেন্দ্রীয় গ্রন্থাগার, ড. এম এ ওয়াজেদ মিয়া আইসিটি ভবন, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

প্রসঙ্গত, আগামী শুক্রবার (০৩ মে) মানবিক অনুষদের ‘বি’ ইউনিটের পরীক্ষায় দুই হাজার ৪০৯ জন এবং সর্বশেষ শুক্রবার (১০ মে) বাণিজ্য অনুষদের ‘সি’ ইউনিটের পরীক্ষায় ৭২৯ জন পরীক্ষার্থী অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।