ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

শিক্ষা

এসএসসি: যশোর বোর্ডে শীর্ষে সাতক্ষীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসএসসি: যশোর বোর্ডে শীর্ষে সাতক্ষীরা

সাতক্ষীরা: ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হারে যশোর বোর্ডে শীর্ষ স্থান অর্জন করেছে সাতক্ষীরা জেলা। এ জেলার পাসের হার ৯৬ দশমিক ১২ শতাংশ।

একই ভাবে যশোর বোর্ডে পাসের হারে সর্বনিম্ন অবস্থান করছে মেহেরপুর জেলা। মেহেরপুরের পাসের হার ৮৪ দশমিক ৯৬ শতাংশ।

রোববার (১২ মে) প্রকাশিত যশোর শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সাতক্ষীরা থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৭ হাজার ১১৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১৬ হাজার ৪৫২ জন শিক্ষার্থী। পাসের হার ৯৬ দশমিক ১২ শতাংশ।

এছাড়া যশোর বোর্ডের আওতাধীন খুলনা জেলার পাসের হার ৯৪ দশমিক ৬০, বাগেরহাটের পাসের হার ৯১ দশমিক ২৭, কুষ্টিয়ার পাসের হার ৯১ দশমিক ৩৫, চুয়াডাঙ্গার পাসের হার ৯০ দশমিক ৮২, যশোরের পাসের হার ৯৪ দশমিক ২২, নড়াইলের পাসের হার ৯৩ দশমিক ২৪, ঝিনাইদহের পাশের হার ৮৯ দশমিক ৫৯ ও মাগুরার পাসের হার ৯১ দশমিক শূন্য ৯।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।