ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়: সন্ধ্যায় অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মে ১৬, ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়: সন্ধ্যায় অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল আজ সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮০টি কলেজের মোট চারলাখ ৩৩ হাজার ৮১৯ জন পরীক্ষার্থী ৩৩৯টি কেন্দ্রে অংশ নিয়েছে। এ পরীক্ষায় ৯৪ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

প্রকাশিত ফলাফল জানতে সন্ধ্যা ৭টা থেকে এসএমএস এর মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h2<space>Registration No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nubd.info থেকেও ফলাফল জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ১৬, ২০২৪
আরএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।